আইফোন ১৮ প্রো সিরিজ
আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে নতুন আইফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা । অ্যাপল এবার তাদের প্রো সিরিজে আনছে একাধিক যুগান্তকারী পরিবর্তন, যা আগের সব মডেলকে ছাড়িয়ে যেতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি, পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিকভাবে বড় কোনো পরিবর্তন না থাকলেও, ভেতরের সফটওয়্যার ও হার্ডওয়্যারে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্যে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের নকশা অনেকটাই আইফোন ১৭ প্রোর মতো থাকবে। তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনতে পারে অ্যাপল। যেমন আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক, আরও সরু ডায়নামিক আইল্যান্ড এবং ভবিষ্যৎ প্রস্তুত ‘আন্ডার-ডিসপ্লে ফেস আইডি’ প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ নচ-ফ্রি বা পিনহোল ডিজাইন আসতে পারে ২০২৬ সালের পর।