রাশিয়ায় জাপানি নাগরিকের ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে জাপান। বুধবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সহ ৩০ জন জাপানি নাগরিকের উপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের কারণে আরোপিত টোকিওর সাম্প্রতিক সানকশনের জবাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সেপ্টেম্বরে জাপান রাশিয়ান কোম্পানি, ব্যক্তি ও অন্যান্য সংস্থার ওপর নতুন সানকশন আরোপের পাশাপাশি সমুদ্রপথে রাশিয়ান কাঁচামালের প্রবেশ সীমাও কমিয়েছিল। জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক তালিকা প্রকাশ করেছে, যেখানে অনির্দিষ্টকালের জন্য কিছু দেশের নাগরিকদের রাশিয়া ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। এতে সাংবাদিক ও শিক্ষাবিদরাও অন্তর্ভুক্ত।