দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৩%
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৩
দেশের রপ্তানি আয়ের চেয়ে অনেক দ্রুতগতিতে বাড়ছে আমদানি ব্যয়। ফলে বাড়ছে বাণিজ্য ঘাটতি, যা দেশের বৈদেশিক খাতে নতুন করে চাপ তৈরি করছে। অর্থনীতিবিদরা বলছেন, এই ঘাটতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে দীর্ঘ মেয়াদে টাকার মান কমে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো হ্রাস পেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে মোট এক হাজার ১০৮ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
একই সময়ে আমদানি হয়েছে এক হাজার ৬৮০ কোটি ডলারের পণ্য। ফলে তিন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৭১ কোটি ২০ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৪৬৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাণিজ্য ঘাটতি