দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ২০:৪৭
হঠাৎ জ্বালাও পোড়াওয়ের মধ্যে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
মঙ্গলবার বেবিচক থেকে সবগুলো বিমানবন্দরে পাঠানো চিঠিতে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, সবার নিরাপত্তা তল্লাশি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপর জোর দিতে বলা হয়েছে।
দেশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি আন্তর্জাতিকে এবং কক্সবাজার, রাজশাহী, যশোর, বরিশাল, সৈয়দপুর, কুমিল্লা ও ঈশ্বরদীতে মোট সাতটি অভ্যন্তরীণ বিমান বন্দর রয়েছে। এই বিমানবন্দরগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বেবিচকের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিরাপত্তা
- সতর্কতা
- সতর্কতা জারি