অ্যাপলের পণ্যের দাম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আইফোন ১৭ এর দাম যেখানে শুরু হয় আটশ ডলার থেকে আর এম৪ চিপের নতুন ম্যাকবুক এয়ার কিনতে গুণতে হয় অন্তত এক হাজার ডলার। তাই অনেকের কাছেই মনে হয় কুপারটিনো জায়ান্টটি মুনাফায় একটু বেশিই আগ্রহী।
তবু যারা এই ‘অ্যাপল ট্যাক্স’ মেনে নিয়েছেন, তাদের জন্য একটা বড় সান্ত্বনা হলো ম্যাকওএসে থাকা অসাধারণ কিছু ফ্রি সফটওয়্যার।
অ্যাপলের প্রতিটি ম্যাকেই এমন কিছু বিল্ট-ইন অ্যাপ থাকে যেগুলো অনেকেই কখনো খুলেই দেখেন না কিন্তু এই অ্যাপগুলোর দৈনন্দিন কিছু কাজকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিতে পারে। নিচে এমন ১৩টি অ্যাপের কথা বলা হলো-