ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, তাকেও ছাড়িয়ে গেছে দেশের আরেক শহর

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১০:০০

ঢাকার বায়ুদূষণ বাড়ছেই। আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ২২১। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তবে ঢাকার চেয়ে আরেক বিভাগীয় শহর খুলনার বায়ুদূষণ অনেক বেশি।


বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।


বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৭৪৪। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ৪৬৩।


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে ঢাকার বাইরের শহরগুলোর দূষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও