হাইস্কুলের গণিত শিক্ষক থেকে আম্পায়ার, স্যাম নাগাইস্কির টেস্ট অভিষেক সিলেটে

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৫

‘দ্য হাচিন্স স্কুল ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমিক স্তরের গণিত শিক্ষক এবং জাতীয় প্যানেলের ক্রিকেট আম্পায়ার।’


লিংকডইনে স্যাম নাগাইস্কির প্রোফাইলে লেখা এই কথাটা প্রথমে শুনলে হয়তো মনে হবে, দুই জগতের মানুষ এক দেহে! গণিত পড়ান, আবার আন্তর্জাতিক ক্রিকেটে সিদ্ধান্ত দেন! অবিশ্বাস্য মনে হলে গুগলে একবার খুঁজে দেখতে পারেন ভদ্রলোককে। ইএসপিএনক্রিকইনফোতে পাওয়া যাবে তাঁর নাম। ক্লিক করলেই বোঝা যায়—বিষয়টা একদমই রসিকতা নয়।


৪৬ বছর বয়সী নাগাইস্কির আম্পায়ারিং ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাঁর। এই আট বছরে ছেলেদের ২৫টি ওয়ানডে (২৩টিতে মাঠের আম্পায়ার) আর ৪২টি টি–টোয়েন্টিতে (৩৩টিতে মাঠের আম্পায়ার) দায়িত্ব পালন করেছেন। মেয়েদের ক্রিকেটেও ছিলেন সক্রিয়—দুই সংস্করণ মিলিয়ে ২৯ ম্যাচে দাঁড়িয়েছেন আম্পায়ার হিসেবে। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও ঘরোয়া টি–টোয়েন্টিতেও তিনি পরিচিত মুখ। এত কিছু দেখে মনে হতে পারে, এই গণিত শিক্ষককে টেস্ট ক্রিকেটেও দেখা গেলে খারাপ হতো না। সেটাই–বা বাদ থাকবে কেন!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও