আলোচনার পথ রেখেই সরকারকে চাপে রাখতে ‘যুগপৎ’ রাজনৈতিক কর্মসূচি জামায়াতের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পথ খোলা রেখেই সরকারকে চাপে রাখার কৌশলে সক্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি রাজনৈতিক ঐকমত্যের লক্ষ্যে বিএনপিকে দায়িত্ব নিয়ে আলোচনার আহ্বান যেমন জানিয়েছে, তেমনি সরকারকেও রেফারির ভূমিকা নিতে বলেছে।


অন্যদিকে তিন দাবি— আইনি ভিত্তির মাধ্যমে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে অবিলম্বে জরুরি আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের স্পষ্ট দলীয় অবস্থান জানান দিয়ে সরকারকে চাপে রাখার কৌশলে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী।


জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গত ৩ নভেম্বর সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যক্ষ বা প্রকাশ্য আলোচনার বিষয়টি দেখা না গেলেও সরকারকে চাপে রাখার নীতির ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী যুগপৎ সঙ্গীদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসা যুগপৎ সঙ্গী আটটি রাজনৈতিক দল জনসভার কর্মসূচি ঘোষণা করেছে।


১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় ঐতিহাসিক পল্টন মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হবে। এমন কর্মসূচির মাধ্যমে আগাম আওয়াজ তুলে সরকারকে চাপে রেখে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও