১৩ নভেম্বর আওয়ামী লীগ কী বার্তা দিতে চায়?

জাগো নিউজ ২৪ আমীন আল রশীদ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৭

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কী হবে? অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, তাতে মানুষ সাড়া দেবে? এই কর্মসূচি প্রতিহত করতে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর (যারা এখনও বিচারিক ক্ষমতাসহ মাঠে আছে) ভূমিকা কী হবে? লকডাউনের এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কি তার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে? অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত একটি দল কি এক বছর বা তার কিছু সময় পরে এভাবে ফিরে আসতে পারে?


নাকি এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা ও পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং বড় কোনো কর্মসূচির রিহার্সাল দিতে চায়? জনপরিসরে এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে তার আগে ১১ নভেম্বর জামায়াতের নেতৃত্বে ইসলামি দলগুলোর কর্মসূচি এবং এরপরে ১৫ নভেম্বর কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ‘খতমে নবুয়ত’ নামে একটি ধর্মীয় সংগঠনের কর্মসূচি নিয়েও সাধারণ মানুষের মনে ভয় ও উদ্বেগ যেমন আছে, তেমনি আছে নানা প্রশ্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও