একবার চার্জ আর এক ট্যাঙ্ক তেলে চীনা ইভি চলল ২৩২৫ কিলো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৪
চীনের তৈরি একটি বিদ্যুচ্চালিত হাইব্রিড গাড়ি গিনেস বিশ্ব রেকর্ড গড়েছে। একবার চার্জ ও পুরো ট্যাংক ভর্তি জ্বালানিতে টানা প্রায় দুই হাজার ৩২৫ কিলোমিটার পথ অতিক্রম করে গিনেস রেকর্ড গড়েছে গাড়িটি।
রেকর্ড করা চীনা গাড়িটির নির্মাতা ‘এফএডব্লিউ’। ‘হংকি এইএস৬’ প্লাগ-ইন হাইব্রিড ‘স্পোর্ট ইউটিলিটি ভেইকেল’ বা এসইউভি এটি।
দুই হাজার ৩২৫ কিলোমিটারের রোমাঞ্চকর এ যাত্রাটি ৩০শে অক্টোবর চীনের শাংরি-লা থেকে শুরু হয়ে শেষ হয়েছে ৩রা নভেম্বর গুয়াংঝুতে। এ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় গাড়িটি চীনের কুনমিং, বাইসে ও উঝৌসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের মধ্য দিয়ে গেছে।
- ট্যাগ:
- অটোমোবাইল
- বৈদ্যুতিক গাড়ি