You have reached your daily news limit

Please log in to continue


একবার চার্জ আর এক ট্যাঙ্ক তেলে চীনা ইভি চলল ২৩২৫ কিলো

চীনের তৈরি একটি বিদ্যুচ্চালিত হাইব্রিড গাড়ি গিনেস বিশ্ব রেকর্ড গড়েছে। একবার চার্জ ও পুরো ট্যাংক ভর্তি জ্বালানিতে টানা প্রায় দুই হাজার ৩২৫ কিলোমিটার পথ অতিক্রম করে গিনেস রেকর্ড গড়েছে গাড়িটি।

রেকর্ড করা চীনা গাড়িটির নির্মাতা ‘এফএডব্লিউ’। ‘হংকি এইএস৬’ প্লাগ-ইন হাইব্রিড ‘স্পোর্ট ইউটিলিটি ভেইকেল’ বা এসইউভি এটি।

দুই হাজার ৩২৫ কিলোমিটারের রোমাঞ্চকর এ যাত্রাটি ৩০শে অক্টোবর চীনের শাংরি-লা থেকে শুরু হয়ে শেষ হয়েছে ৩রা নভেম্বর গুয়াংঝুতে। এ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় গাড়িটি চীনের কুনমিং, বাইসে ও উঝৌসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের মধ্য দিয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন