দক্ষিণ আমেরিকার দেশ একুয়াডোরের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি কারাগারে রোববার সারা দিন ধরে চলা দাঙ্গা অন্তত ৩১ বন্দির মৃত্যুর কারণ হয়েছে বলে দেশটির কারা সংস্থা জানিয়েছে।
এসএনএআই কারা সংস্থার সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতি অনুযায়ী, একুয়াডোরের বৃহত্তম শহর গুয়াকিলের দক্ষিণে বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে এবং ‘ফাঁসিতে ঝুলে তাৎক্ষণিকভাবে’ মৃত্যুবরণ করেছেন।
রয়টার্স জানিয়েছে, বিবৃতিতে এসব বন্দির মৃত্যুর ঘটনা বা কারণ নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।