সংকট না থাকলেও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, কার লাভ কার ক্ষতি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৪

বাজার থেকে অতিরিক্ত ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এই ডলার দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভে যোগ হচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে এই পদক্ষেপ নেওয়া হলেও এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক প্রেক্ষাপট। বিশেষত, রেমিট্যান্স ও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি এবং আমদানি কমে যাওয়া পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে মোট ২ দশমিক ১৩ বিলিয়ন ডলার কিনেছে। এই ডলার কেনা হয়েছে মূলত শক্তিশালী রেমিট্যান্সপ্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে, যা টাকার বিপরীতে ডলারের দর স্থিতিশীল রাখতে সাহায্য করে।


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই বিলিয়ন ডলারের বেশি উদ্বৃত্ত ডলার কিনে নিয়েছে, যা রিজার্ভে যোগ হয়েছে। এর আগের তিন বছরে রিজার্ভ থেকে বাজারে প্রায় ২৫ বিলিয়ন ডলার বিক্রি করেছিল।


বেশি ডলার কেনা কি দেশের অর্থনীতি ও বাজার পরিস্থিতির জন্য ভালো খবর, নাকি এতে কিছু ক্ষতি হতে পারে? কিংবা বাজারে ডলারের দাম এবং রিজার্ভের ওপর এর কী প্রভাব পড়বে, এমন আলোচনা-সমালোচনা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও