খ্যাতির বিড়ম্বনায় ইন্দোনেশিয়া, পর্যটকের চাপে সৌন্দর্য হারাচ্ছে বালি
খ্যাতির বিড়ম্বনায় পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির বিখ্যাত পর্যটনকেন্দ্র বালি বহু বছর ধরেই পর্যটকদের মন জয় করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে অনেক পর্যটক এই ট্রপিক্যাল দ্বীপ থেকে হতাশ হয়ে ফিরছেন। তাদের মতে, সোশ্যাল মিডিয়ার দৃশ্য আর বাস্তবতা মোটেও এক নয়। ইনস্টাগ্রামের ছবিতে বালি যতটা ছিমছাম ও সুন্দর, বাস্তবে সেখানে ভোগান্তি ততটাই বেশি।
সম্প্রতি এমনই অভিজ্ঞতা জানিয়েছেন পর্যটক জো রে। তিনি ইউটিউবের এক ভিডিওতে বলেন, ‘বালিতে নামার পর থেকেই আমাদের কিছুটা অস্বস্তি হচ্ছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম সবাই কত আনন্দ করছে, তাই আমাদের প্রত্যাশাও অনেক বেশি ছিল।’
কিন্তু বাস্তবতা তার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। জো’র কথায়, যদি কফিশপের ছবি বড় করা না হয়, তবে দেখবেন বাস্তবতা কিছুটা ভিন্ন।
যদিও বালির বাস্তব পরিস্থিতি কেমন দেখেছিলেন তা বিস্তারিত বর্ণনা করেননি জো। তবে তিনি এতটাই হতাশ হয়েছিলেন যে, বিয়েবার্ষিকী উদযাপন চালিয়ে যেতে দুবাই চলে গিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা
বালির ‘এক্সপেকটেশন বনাম রিয়েলিটি’ বিষয়ক পোস্ট আজকাল প্রচুর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোনালি সূর্যাস্তের মাঝে সৈকত সংলগ্ন রেস্টুরেন্টের খাবার উপভোগ করতে গিয়ে দেখা যায় সিঁড়ির পাশে আবর্জনা ফেলা। ঝর্ণার সামনে ছবি তুলতে গেলে পর্যটকদের দীর্ঘ লাইন। আউটডোরে স্মুদি উপভোগ করতে গেলে পাশে থাকে তীব্র যানজট।