পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

বিডি নিউজ ২৪ ফিলিস্তিন প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ২১:০৮

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামবাসী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা।


নাবলুসের দক্ষিণে ফিলিস্তিনি বেইতা গ্রামের কাছাকাছি এলাকায় বসতিস্থাপনকারীদের একটি চৌকির কাছে শনিবার এই হামলার ঘটনা ঘটে, ফিলিস্তিনিরা সেখানে জলপাই সংগ্রহ করতে জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।


হামলাকারীরা লাঠিসোঁটা, ক্লাব ও বড় পাথর নিয়ে হামলে পড়ে। আহতদের মধ্যে আছেন রয়টার্সের এক সাংবাদিক এবং এক নিরাপত্তা উপদেষ্টা।


পশ্চিম তীরের এই এলাকায় আগেও ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা হয়েছে।


২০২৩ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে, এ বছরের জলপাই মৌসুমে এমন হামলার ঘটনা আরও বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও