You have reached your daily news limit

Please log in to continue


আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

মানবজীবন মানেই এক নিরন্তর পথচলা, আর এই পথে ঝামেলার শেষ নেই এই কঠিন সত্যকে হাসিমুখে মেনে নেওয়ার এবং একে উৎসবের উপলক্ষ্য বানানোর দিন আজ। ৯ নভেম্বর পালিত হচ্ছে 'ঝামেলার শেষ নেই' (Chaos Never Dies Day) দিবস।

জীবনের প্রতি পদে আমরা চাই নির্ঝঞ্ঝাট থাকতে, তবুও অপ্রত্যাশিত উত্থান-পতন, অস্বস্তি আর নিত্যনতুন জটিলতা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। আপনি আমি কেউই বুকে হাত দিয়ে বলতে পারব না যে, 'আমার জীবন ঝামেলাবিহীন'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই হয়তো বলেছিলেন: "মনেরে আজ কহ যে,/ ভালো মন্দ যাহাই আসুক/ সত্যেরে লও সহজে।" এই আপ্তবাক্য মেনেই জীবনের জটিলতাগুলোকে সঙ্গী করে হাসিমুখে এগিয়ে যেতে হয়। যদিও এই বিচিত্র দিবসের জন্ম কবে, কোথায়, কীভাবে হয়েছিল তা জানা যায় না, তবে এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হয়।

এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়: ঝামেলা-জটিলতা কখনো নিঃশেষ হবে না, বরং এসব নিয়েই চলতে হবে।

জীবনের অশান্তি আর জটিলতা কখনও শেষ হওয়ার নয়—এই ব্যাপারটা মাথায় রেখে আমাদের জীবনাচরণে ইতিবাচকতা নিয়ে আসা জরুরি। এই ঝামেলাপূর্ণ জীবনটাতে একটু স্বস্তি আনতে আমাদের প্রাত্যহিক কাজে আমরা কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন, দিনের শুরুটা হতে পারে হালকা শরীরচর্চা আর এক কাপ ধোঁয়াওঠা গরম চা বা কফির সাথে।

এই হালকা শীতের সকালে আপনি একটি শাল মুড়িয়ে হেঁটে আসতে পারেন কোনো নীরব রাস্তা ধরে। এছাড়া, ব্যস্ত জীবন থেকে নিজেকে কিছু সময়ের ছুটি দিতে সকল ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিভাইস থেকে থাকতে পারেন কিছু সময়ের জন্য দূরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন