You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ৭ সবুজ সাপ

সবুজ রঙের সাপ সাধারণত প্রকৃতির সঙ্গে দারুণভাবে মিশে থাকে, তাই দেখতে যেমন সুন্দর, তেমনি নিজের আবাসস্থলে টিকে থাকার ক্ষেত্রেও খুব চতুর। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সবুজ সাপদের মধ্যে কেউ ভয়ংকর বিষধর, আবার কেউ একেবারে শান্ত স্বভাবের। এমনই ৭টি আকর্ষণীয় সবুজ সাপ সম্পর্কে আসুন জেনে নেই-

১. গ্রীন ট্রি পাইথন

সবুজ সাপের মধ্যে সবচেয়ে নজরকাড়া হলো গ্রীন ট্রি পাইথন। অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়ার ঘন বনাঞ্চলে এদের পাওয়া যায়। গাছে পেঁচিয়ে থাকা অবস্থায় এরা প্রায়ই পাতার সঙ্গে মিশে যায়, তাই শিকারি-পাখি বা শিকারের চোখে ধরা পড়ে না। গ্রীন ট্রি পাইথনের রং শৈশব থেকে বদলায় ছানা অবস্থায় তারা হলুদ বা লাল হয়, আর বয়স বাড়লে সবুজে রূপ নেয়, যেটি প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় রূপান্তরগুলোর একটি। এরা ইঁদুর, ছোট পাখি ও টিকটিকি খায় এবং ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। মা সাপ ডিম গরম রাখার জন্য শরীর দিয়ে জড়িয়ে রাখে। পাইথনদের মধ্যে এটি একটি অসাধারণ মাতৃত্ব আচরণ।

২. এমেরাল্ড ট্রি বোয়া

দক্ষিণ আমেরিকার আমাজনের গভীর জঙ্গল হলো এমেরাল্ড ট্রি বোয়ার আবাসস্থল। উজ্জ্বল পান্না-সবুজ রঙের শরীরের ওপরে সাদা দাগের নকশা এই সাপকে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয়। গাছের ওপরে বাঁকিয়ে পেঁচিয়ে বসে থাকা তাদের স্বভাব। এরা মূলত নিশাচর এবং শিকার করে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। চমকপ্রদ তথ্য হলো এমেরাল্ড ট্রি বোয়া ডিম পাড়ে না; বরং মা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। বড় হলেও এরা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়, কারণ এরা বিষধর নয় শিকার ধরে শক্তভাবে চেপে মেরে ফেলে।

৩. গ্রীন মাম্বা

আফ্রিকার উপকূলীয় বনাঞ্চলের সবচেয়ে দ্রুতগতির সাপ হলো গ্রীন মাম্বা। উজ্জ্বল সবুজ রঙের শরীর আর অবিশ্বাস্য গতি এই দুইয়ের সমন্বয়ে এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক সবুজ সাপ। এর স্নায়ুবিষযুক্ত বিষ শরীরে ঢুকলে খুব দ্রুত পক্ষাঘাত ও শ্বাসকষ্ট শুরু হতে পারে। এরা সাধারণত গাছেই থাকে এবং মানুষের কাছাকাছি বেশি আসে না। ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি ও বাদুড় এদের খাবারের তালিকায় থাকে। স্ত্রী সাপ ডিম পাড়ে এবং সেখান থেকেই বাচ্চা বেরিয়ে আসে। বিজ্ঞানীরা বলছেন, গ্রীন মাম্বার রংই এর সবচেয়ে বড় প্রতিরক্ষা; পাতার ভিড়ে এদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন