গৃহস্থালিতে গ্যাসের মাধ্যমে রান্নার সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করে দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে এসব সরঞ্জাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) বাধ্যতামূলক মান সনদের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রোববার (৯ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত 'সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডোমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস’ শীর্ষক কর্মশালায় এ দাবি ওঠে। গ্যাস দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা জোরদার করাই ছিল এই সভার মূল লক্ষ্য।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক (মান) প্রকৌশলী মো. সাইদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. রেজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এবং ইন্টারন্যাশনাল গ্যাস অ্যাপ্লায়েন্স সেফটি স্ট্যান্ডার্ডস স্পেশালিস্ট ক্রিস ইভান্স। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাণ-আরএফএলসহ বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা গৃহস্থালিতে গ্যাসের মাধ্যমে রান্নার সরঞ্জামের মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ মান (বিডিএস) বাধ্যতামূলক করার দাবি জানান। তারা বাজার তদারকি জোরদার, ভোক্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, আধুনিক পরীক্ষাগার প্রতিষ্ঠা এবং নতুন নিরাপত্তা মান প্রণয়নের সুপারিশও করেন।