You have reached your daily news limit

Please log in to continue


বিবর্তনবাদ ও ধর্মান্ধতার সংঘর্ষে মঞ্চে ‘মাংকি ট্রায়াল’

নাট্যদল বাতিঘরের প্রযোজনায় মঞ্চে আসছে নাটক ‘মাংকি ট্রায়াল’।

সোমবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হবে নাটকটির ২৬তম প্রদর্শনী।

জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির মূল গল্প অবলম্বনে মাংকি ট্রায়াল নাটকের মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। সন্ধ্যা সোয়া ৭টায় দেখা যাবে নাটকটি।

‘মাংকি ট্রায়াল’ নাটকের গল্প ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়ালের’ ঘটনা অবলম্বনে। যেখানে একজন নিরীহ স্কুলশিক্ষক ক্লাসে বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে বিবর্তনবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি নিয়ে আলোচনা করেন। সেজন্য তাকে বাটলার আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দী করা হয় বিজ্ঞান শিক্ষককে।

সারা বিশ্বের গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এই মামলাটি আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ১৯২৫ সালের বহুল আলোচিত সেই ঘটনার উঠে আসবে এই নাটকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন