অবসাদে ডুবে যাচ্ছিলেন বিজয়, জীবন বদলে দেন আমির খানের মেয়ে!
করোনা মহামারির সময়ে বেশ অবসাদে দিন কেটেছে বিজয় ভার্মার। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সে সময় আমির খানের মেয়ে ইরা খান তাকে সাহায্য করেছিলেন পরিস্থিতি কাটিয়ে উঠতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
শুধু তাই নয়, শৈশবে মানসিক আঘাতের সঙ্গে লড়াইসহ জীবনের কঠিন সময়ের কথাও খোলামেলাভাবে শেয়ার করেন তিনি।
বিজয় ভার্মা জানিয়েছেন, তার মানসিক অস্থিরতা ও আঘাতের সূত্রপাত হয়েছিল বাবার সঙ্গে টানাপড়েনপূর্ণ সম্পর্ক থেকে।
রিয়া চক্রবর্তীর পডকাস্ট চ্যাপ্টার ২-এ হাজির হয়ে এই অভিনেতা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, বাবাকে দেখে মুগ্ধ হতাম। তিনি ব্যবসার কাজে বাইরে যেতেন, ফেরার সময় আমার জন্য নানা জিনিস আনতেন।
তার ব্যক্তিত্ব ছিল খুবই গতিশীল-চটুল, রাগী, অনিশ্চিত। যা আমাকে একইসঙ্গে অবাক ও হতবাক করত।’
তিনি আরো বলেন, ‘কৈশোরে পৌঁছানোর পর বাবার প্রতি ভালোবাসাটা আঘাত পায়। তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু আমার কাছ থেকে এমন অনেক কিছু চাইতেন যা আমি চাইতাম না—আমার ক্যারিয়ার, বন্ধুবান্ধব, এমনকি সময় কাটানোর ধরনও। আমার সব কিছুই যেন তাকে বিরক্ত করত।’
এরপর তিনি জানান, যখন আমার তীব্র বিষণ্নতা ধরা পড়ে, আমি তখন মুম্বাইয়ের এক ফ্ল্যাটে একা থাকতাম। ছোট্ট একটা টেরেস ছিল—সেই আকাশটাই যেন আমাকে বাঁচিয়ে রেখেছিল। কাজের পেছনে ছুটতে ছুটতে আমি কতটা একা হয়ে গিয়েছিলাম, সেই থেমে যাওয়া সময়টাতে বুঝতে পারি।
সেসময় আমির খানের মেয়ে ইরা খান বুঝতে পেরেছিলেন যে তার সাহায্যের প্রয়োজন।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড
- তারকার জীবন