ইউক্রেইনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় নিহত ১১

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ২৩:১০

ইউক্রেইনজুড়ে রাতভর রাশিয়ার তীব্র হামলায় অন্তত ১১ জন নিহত ও দেশটির বহু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।


শনিবার সকালে ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেইনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে রাতে রাশিয়া স্থল, আকাশ ও সাগর থেকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের বাহিনী ৫০৩টি আকাশ হামলা শনাক্ত করেছে, এর মধ্যে ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৮টি ড্রোন ছিল।


তারা জানায়, মাত্র ৯টা ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হলেও বাকিগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে আঘাত হেনেছে। তবে ড্রোনগুলোর মধ্যে ৪০৬টিকে প্রতিরোধ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও