টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
শনিবার বেলা পৌনে ১২টায় মিলগেইট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিস দরের এক বার্তায় জানানো হয়েছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তুলে ধরে বার্তায় বলা হয়েছে, খবর পাওয়ার চার মিনিট পর তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে এখন টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন পুরোপুরি নেভানোর কাছ করছে।
বার্তায় দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতার থাকার কথা বলা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামের ঘটনায় তিন ফায়ার ফাইটারসহ চারজন মৃত্যু হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তুলার গুদাম
- আগুন নিয়ন্ত্রণে