বিশ্বের সবচেয়ে দামি কফি
বিশ্বের সবচেয়ে দামি কফি পাওয়া যাচ্ছে এখন দুবাইয়ে। এক কাপের দাম ৯৮০ মার্কিন ডলার (৩ হাজার ৬০০ দিরহাম)। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ টাকা। পানামা থেকে আনা বিশেষ কফি বিন দিয়ে তৈরি এই পানীয়টি বিক্রি হচ্ছে ‘জুলিথ’ নামের একটি ক্যাফেতে।
ক্যাফের সহপ্রতিষ্ঠাতা সারকান সাগসোজ সামাজিকমাধ্যমে এক ভিডিওতে বলেন, ‘অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বিশ্বের সবচেয়ে প্রশংসিত এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত কফি এখন জুলিথে পাওয়া যাচ্ছে।’
দুবাইয়ের একটি শিল্পাঞ্চলে অবস্থিত এই ক্যাফে ৪০০ কাপ কফি পরিবেশন করবে বলে জানিয়েছেন সাগসোজ।
- ট্যাগ:
- জটিল
- বিশ্বের সবচেয়ে দামী কফি