‘ক্ষুদ্রতম সুপারকম্পিউটার’ মাস্ককে দিলেন এনভিডিয়া প্রধান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫১

সুপারকম্পিউটারের কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল এয়ার কন্ডিশনড কক্ষ, যেখানে সারি সারি ক্যাবিনেট এলইডি বাতি ঝলমল করছে। তবে এখন ‘বিশ্বের সবচেয়ে ছোট সুপারকম্পিউটার’ চলে এসেছে, যেটি ইলন মাস্কের হাতে তুলে দিয়েছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং।


‘ক্রে’ নামে বিশ্বের প্রথম সুপারকম্পিউটারের দাম ছিল ১ কোটি ডলার, এতে ব্যবহার হয়েছিল ৬০ মাইল দীর্ঘ তার এবং এর ভর ছিল ৫ টনের বেশি। এ সুপারকম্পিউটারটি চালাতে যত বিদ্যুৎ খরচ হত তা দিয়ে ১০টি বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। পারফরম্যান্সের দিক থেকে সর্বোচ্চ ১৬০ মেগাফ্লপ গতিতে কাজ করত এটি। এক মেগাফ্লপ মানে, প্রতি সেকেন্ডে ১০ লাখ ফ্লোটিং-পয়েন্ট অপারেশন সম্পন্ন করা।


এ ধরনের সুপারকম্পিউটার ইনস্টল করতে চাইলে তারের সংযোগ, কুলিং সিস্টেম, সিস্টেম ডিস্ক সাবসিস্টেম এবং ওয়ার্কস্টেশন বসানোর জন্য কোনো ইঞ্জিনিয়ার দলের এক বছর সময় লাগত। তবে, পঞ্চাশ বছর পর ইলন মাস্কের হাতে ‘ডিজিএক্স স্পার্ক’ নামের কোম্পানির সর্বশেষ সুপারকম্পিউটার-এর একটি মডেল তুলে দিয়েছেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। উপহারটি হাতদলের আগে সেটির গায়ে স্বাক্ষরও করে দিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও