সব সময় সুস্থ থাকতে সহজ এই ৫টি অভ্যাস চর্চা করুন

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫

অনলাইন দুনিয়ায় স্বাস্থ্যকর অভ্যাস নিয়ে শত রকমের উপায় বাতলে দেওয়া হচ্ছে প্রতিদিন। কোনটা আদতে উপকারী কিংবা উপকারী হলেও তা আপনার উপযোগী কি না, তা চট করে বোঝা মুশকিল। তবে এমন কিছু বিষয় আপনি চর্চা করতে পারেন, যা চিরন্তন। আধুনিক চিকিৎসাবিজ্ঞান এসব অভ্যাস চর্চার পক্ষে।


১. মনোযোগের চর্চা


আজকের পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জ মানসিক চাপ। এই চাপ সামলাতে কাজে দেবে মনোযোগের চর্চা। অতীত বা বর্তমান নিয়ে অতিরিক্ত ভেবে সত্যিকার অর্থে কোনো লাভ হয় না। তবু দুশ্চিন্তার জাল ছিঁড়ে বেরোতে পারেন না অনেকেই।


ধ্যানে বসতে পারল নিঃসন্দেহেই দারুণ ব্যাপার। তবে এর মানে এই নয় যে সুস্থ থাকতে হলে আয়োজন করে ধ্যানে বসতেই হবে। আপনি চাইলে শ্বাসের ব্যায়ামও করতে পারেন।


২. ঘুম গুরুত্বপূর্ণ


বর্তমান সময়ে মানুষকে মূল্যায়নের মাপকাঠিই হলো কাজে সাফল্য। তবে সেই সাফল্যের পিছে ছুটতে গিয়ে অনেকে নিজের শরীরকে অবহেলা করেন। ঘুমের প্রতি গুরুত্ব দেন না। আবার সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকটা সময় ব্যয় করে ফেলার কারণে ঘুমের ঘাটতিতে পড়েন বহু মানুষ। এমন অভ্যাস একেবারেই ঠিক নয়। সুস্থ থাকতে আপনাকে রোজ অন্তত সাত ঘণ্টা ঘুমাতেই হবে।


৩. যা খাবেন, গোটা খান


প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। গোটা শস্য থেকে তৈরি করা খাবার বেছে নিন। ফলমূল খেলেও এর রসের পরিবর্তে গোটা ফলই খাওয়ার চেষ্টা করুন। যা গোটা খাওয়া যায় না, তা টুকরা করে নিন। সম্ভব হলে খোসাসমেত ফল খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও