You have reached your daily news limit

Please log in to continue


ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২-৬ নভেম্বর) লেনদেন হওয়ার শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে যে কয়টির দর বেড়েছে, তার চেয়ে সাড়ে ৮ গুণ বেশি সংখ্যকের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূলসূচকে বড় পতন হয়েছে। 

সপ্তাহের ব্যবধানে সূচকগুলো সর্বনিম্ন ২ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত কমেছে। আর অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় সবগুলো শেয়ার ও ইউনিটের সার্বিক মূল্য তথা ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি। তবে, এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি বেড়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার এবং করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টি কোম্পানির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারদর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন