মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ১৪:৫৬

মোবাইল ক্যামেরার ক্ষমতা এখন আর শুধু সেলফি বা সাধারণ মুহূর্তে সীমাবদ্ধ নয়। সঠিক কৌশল জানলে মোবাইল দিয়েই পাওয়া যায় ডিএসএলআর মানের ছবি। ভালো আলো ব্যবহার করা এবং সামান্য কৌশল জানলেই খুব সাধারণ ক্যামেরা দিয়েও দুর্দান্ত ছবি তোলা যায়।


আসুন দেখে নেওয়া যাক মোবাইল দিয়ে প্রফেশনাল ছবি তোলার কিছু টিপস-


১. ক্যামেরা লেন্স পরিষ্কার রাখুন


মোবাইল সারাদিন হাতে থাকে ঘাম, ধুলা, ফিঙ্গারপ্রিন্ট লেন্সে লেগে থাকতে পারে। ফলে ছবি হবে ঝাপসা বা ফেড-আউট। নরম কাপড়, টিস্যু বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন। ছবি তোলার আগে একবার চেক করাই ভালো।


২. প্রাকৃতিক আলো ব্যবহার করুন


ভালো আলো মানে ভালো ছবি। প্রাকৃতিক আলো সবসময় মোবাইল ফটোগ্রাফির জন্য সেরা। জানালার আলো, বিকেলের নরম সূর্যের আলো সবচেয়ে সুন্দর। কড়া রোদ মুখে পড়লে হার্ড শ্যাডো পড়ে পারে অস্বস্তিকর দেখাতে। ব্যাকলাইটে থাকলে এক্সপোজার অ্যাডজাস্ট করুন বা এইচডিআর চালু রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও