You have reached your daily news limit

Please log in to continue


পরকীয়া নিয়ে মন্তব্য অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেলের, আলোচনায় অভিনেতার অতীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী ও অভিনেত্রী টুইঙ্কল খান্না তার নতুন টকশোতে পরকীয়া ও একাধিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন; যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সম্প্রতি তার শোয়ে সহ-সঞ্চালক কাজলের সঙ্গে আলাপচারিতায় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। 

টুইঙ্কেল খান্না ও কাজলের সঞ্চালনায় এই টকশোটি বর্তমানে বলিউডের বিনোদন জগতে টক অফ দ্য টাউন। এর মধ্যে পরকীয়া নিয়ে টুইঙ্কেলের অকপট মতামতগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও স্বামী অক্ষয় কুমারের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে ওঠা বিতর্কে বরাবরের মতোই চুপ থেকেছেন।

সেই শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন পরিচালক ফারাহ খান ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেখানে তরুণ প্রজন্মের প্রেম, পরকীয়া ও একাধিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তরুণ প্রজন্মের প্রশংসা করে টুইঙ্কেল বলেন, ‘তাদের একটি বিষয় তার খুব ভালো লাগে; যা করে, তা সোজাসাপটাভাবে করে। সম্পর্কে থাকা বা সঙ্গী বদলে ফেলা, কোনো কিছুই তারা লুকিয়ে রাখে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন