মোবাইলে ছবি সম্পাদনার জন্য জনপ্রিয় ৫টি অ্যাপ
স্মার্টফোননির্ভর ফটোগ্রাফি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আধেয় বা কনটেন্ট তৈরির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিনা মূল্যের ফটো এডিটিং অ্যাপের চাহিদাও বেড়েছে বহুগুণ। এখন আর পেশাদার মানের ছবি সম্পাদনার জন্য কম্পিউটার বা দামি সফটওয়্যারের প্রয়োজন হয় না। মোবাইল ফোনে করা যাচ্ছে সবকিছু, একেবারে বিনা খরচে। পাঁচটি ফটো সম্পাদনার অ্যাপের ব্যবহার সম্পর্কে জেনে নিন। এসব অ্যাপ দিয়ে যেকোনো ছবি সম্পাদনায় চমক তৈরি করতে পারেন। এসব অ্যাপ গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে ব্যবহারের সুযোগ রয়েছে।
স্ন্যাপসিড
গুগলের তৈরি স্ন্যাপসিড অ্যাপ পেশাদার থেকে শুরু করে নবীন—সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযোগী। স্ন্যাপসিডে আছে ২৯টি টুল ও ফিল্টার। এদের মধ্যে রয়েছে হিলিং সুবিধা, যা অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। অ্যাপের ব্রাশ টুল দিয়ে নির্বাচিত অংশে আলো ও রং নিয়ন্ত্রণ করা যায়। স্ট্রাকচার নামের টুল দিয়ে টেক্সশ্চার বা গঠন স্পষ্ট করা যায়। সিলেক্টিভ টুল কন্ট্রোল পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে ছবির নির্দিষ্ট জায়গায় সূক্ষ্ম সম্পাদনা করা যায়। অ্যাপে আরও রয়েছে কার্ভস সুবিধা। যার মাধ্যমে আলো-অন্ধকারের ভারসাম্য ঠিক করা, পারসপেক্টিভ টুলের মাধ্যমে ছবির কোণ বা আকৃতি ঠিক করা ও এক্সপ্যান্ড টুলের মাধ্যমে ছবির ক্যানভাস বড় করা যায়। পাশাপাশি লেন্স ব্লার, এইডিআর স্কেপ ও নানা ধরনের ভিনটেজ বা ফিল্ম ইফেক্টও যোগ করা যায়। এটি জেপিইজে ও মূল (র) ধরনের ফাইল ফরম্যাটে কাজ করতে পারে এবং সম্পাদনার সময় ছবির মূল মান অক্ষুণ্ণ রাখে।
অ্যাডোবি লাইটরুম মোবাইল
অ্যাডোবির জনপ্রিয় পেশাদার সফটওয়্যার লাইটরুমের মোবাইল সংস্করণে রয়েছে ছবি সম্পাদনার সুবিধা। এর বেশির ভাগ টুলই বিনা মূল্যে ব্যবহার করা যায়। ছবি সম্পাদনায় আলো, ছায়া, কনট্রাস্ট, হোয়াইট ব্যালান্সসহ নানা দিক সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা যায়। কালার মিক্সচার ও কালার গ্রেডিং টুল ব্যবহার করে রঙের গভীরতা ও ভারসাম্য নির্ধারণ করা সম্ভব। অ্যাপে আরও আছে ক্রপ, রোটেশন ও সাধারণ স্পট দূর করার টুল। পেশাদার মানের অসংখ্য প্রিসেট সহজেই ব্যবহার করা যায়, যা কয়েক সেকেন্ডেই ছবির রূপ পাল্টে দিতে পারে। সহজ ইন্টারফেসের কারণে অ্যাপটি ব্যবহারে সুবিধাজনক ও দ্রুত কাজ সম্পন্ন করা যায়।
পিকসআর্ট
ছবি সম্পাদনা, কোলাজ তৈরি আর আঁকার সুবিধা সব মিলিয়ে এক অ্যাপে তিন কাজ করে দেয় পিকসআর্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের উপযোগী সৃজনশীল কনটেন্ট তৈরিতে এটি বেশ জনপ্রিয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর টুল ব্যবহার করে সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা অপসারণ করা যায়। অ্যাপে রয়েছে নানা ধরনের ফিল্টার, আর্টিস্টিক ইফেক্ট, কাস্টমাইজ করা যায় এমন স্টিকার ও আকর্ষণীয় লেখা যুক্ত করার সুবিধা। এতে কোলাজ লেআউট ও ফ্রি স্টক কনটেন্টও পাওয়া যায়। ফ্রি ব্যবহারকারীরাও একাধিক ছবি একসঙ্গে সম্পাদনা করতে পারেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ছবি
- এডিটিং টুল