জাহানারার অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলছে বিসিবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ১৩:২৭

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে পেসার জাহানারা আলমের শারীরিক নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ 'ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না জাহানারা। দলের বাইরে থাকা এই নারী ক্রিকেটার সম্প্রতি একটি দৈনিক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দাবি করেন, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা নাকি সতীর্থ খেলোয়াড়দের মারধর করেন।


এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানায়, 'বিসিবি স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও অপপ্রচারমূলক। নারী দলের সাম্প্রতিক সাফল্য ও ঐক্যের সময়ে এমন কটাক্ষমূলক দাবি অত্যন্ত দুঃখজনক।'


বিবৃতিতে আরও বলা হয়, 'এই মন্তব্যগুলোর সময় ও প্রকৃতি ইচ্ছাকৃত এবং দলের মনোবল ও ঐক্য ভাঙার প্রচেষ্টা বলে মনে হয়। যে ব্যক্তি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় নেই বা সংশ্লিষ্ট নন, তার কাছ থেকে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত হতাশাজনক।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও