ফোডেনের জোড়া গোলে সিটির দাপুটে জয়, ছয় গোলের রোমাঞ্চে বার্সার ড্র

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭

ফিল ফোডেনের জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজিত থাকল ম্যানচেস্টার সিটি। তাদের ঝলকের রাতে বেলজিয়ামে ক্লাব ব্রুগের মাঠে গিয়ে ৬ গোলের রোমাঞ্চ করা ম্যাচ ড্র করে অল্পের জন্য হার এড়িয়েছে বার্সেলোনা।


এদিকে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও জয়ের ধারায় অটুট থেকে শীর্ষে জায়গা ধরে রেখেছ।


সিটি ৪-১ বুরশিয়া


ফিল ফোডেন দুইবার বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন, আর আর্লিং হালান্ড প্রতিযোগিতায় নিজের পঞ্চম গোলটি করেন—এর মাধ্যমে ঘরের মাঠ ইতিহাদে ডর্টমুন্ডকে উড়িয়ে দেয় সিটি।


ওয়ালডেমার অ্যান্টন ডর্টমুন্ডের হয়ে একটি গোল শোধ দেন, তবে অতিরিক্ত সময়ে রায়ান চেরকি সিটির চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও