তারেকের দলকে ‘অবশ্যই’ নিবন্ধন দিতে হবে: রাশেদ খাঁন
আমজনতার দলের নিবন্ধন দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি বলেছেন, আমজনতার দলের তারেক রহমানের আন্দোলন যৌক্তিক এবং তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারেকের কর্মসূচিতে গিয়ে তিনি এ সংহতি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমজাতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দিতে মঙ্গলবার বিকালে বিজ্ঞপ্তি জারি করে ইসি।
নিবন্ধনের যাচাই-বাছাইয়ের শেষ ধাপে বাদ পড়ে ১৯টি দল, যার একটি আমজতার দল। দলটির নেতা তারেক ইসির সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরপরই নির্বাচন ভবনের সামনে গিয়ে আমরণ অনশনে বসেন। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ, সাম্যবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
বুধবার তারেককে সমর্থন জানাতে এসে গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন বলেন, “তারেক রহমান ভাই যে আন্দোলন করছেন, এই আন্দোলন যৌক্তিক এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।
“রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন, প্রায় ২০ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। আমি সিইসির কাছে এ বিষয়ে জানতে চাইব।”