জোটে ভাগাভাগি আর অভ্যন্তরীণ কোন্দলে ৬৩ আসনে মনোনয়ন বাকি বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৬৩টিতে এখনো প্রার্থী ঘোষণা করেনি। একদিকে মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির প্রতিশ্রুতি, অন্যদিকে দলীয় একাধিক শক্তিশালী প্রার্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কায় এখন পর্যন্ত সেগুলো ফাঁকাই রয়েছে।
গত ৩ নভেম্বর ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করলেও দলটি অন্তত ৩০টি আসন খালি রেখেছে মিত্র দলগুলোর জন্য এবং বাকি ৩৩টি দলীয় প্রার্থী বাছাইয়ের জটিলতার কারণে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'আমরা মিত্র দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা করেছি এবং শিগগির বাকি আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করব। এখন তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকার জন্য অপেক্ষা করছি।'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক ফেসবুক পোস্টে দলীয় নেতাকর্মীদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে আশ্বাস দিয়েছেন, যারা মনোনয়ন পাননি, তাদেরও যথাযথ দায়িত্ব ও সম্মান দেওয়া হবে।
নীলফামারী-১ আসনটি এখনো খালি রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাতিজা শাহরিন ইসলাম তুহিন ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দি দুজনেই এই আসনে মনোনয়ন চাইছেন। ফলে কাকে এই আসনের জন্য বেছে নেওয়া হবে তা নির্ধারণে জটিলতার মধ্যে রয়েছে বিএনপি।