You have reached your daily news limit

Please log in to continue


গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়াতে পার স্যামসাং

আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়াতে যাচ্ছে স্যামসাং। পাশাপাশি, বিক্রি কমে যাওয়ায় ‘এজ’ সিরিজ বন্ধ করছে কোম্পানিটি। ফলে ‘গ্যালাক্সি এস২৬ এজ’ নামে কোনো মডেল বাজারে আসছে না।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটিনিউজ লিখেছে, অভ্যন্তরীণ যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় স্যামসাং নতুন সিরিজের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে উঠে এসছে, মেমোরি সেমিকন্ডাক্টর বাজারের প্রবৃদ্ধি এবং মূল উপাদানের দাম বৃদ্ধিই এর প্রধান কারণ।

এ বছর গ্যালাক্সি এস২৫ সিরিজ আগের গ্যালাক্সি এস২৪ সিরিজের সমান দামেই বাজারে এসেছিল। তবে এস২৬ সিরিজে সেই ধারা থাকছে না। নতুন সিরিজের দাম বাড়ার বিষয়টি প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।

দাম বাড়ার পেছনে আরেকটি কারণ হলো স্মার্টফোনে এআই প্রযুক্তির সংযোজন। বর্তমানে প্রায় সব নির্মাতা কোম্পানি এআই ফিচার যুক্ত ফোন বাজারে আনছে। স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি এআই প্রযুক্তিও তাদের ফ্ল্যাগশিপ ফোনের অন্যতম ফিচার। এই ফিচারগুলো চালাতে হাই ব্যান্ডউইথ মেমোরির প্রয়োজন হয়। মেমোরিটির চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন