নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ৩৪ বছর বয়সী মামদানি কয়েক প্রজন্মের মধ্যে শহরের সবচেয়ে তরুণ মেয়রও বটে।
মামদানি তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যবহারকে কাজে লাগিয়ে দ্রুতই ডেমোক্র্যাটিক দলে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তার প্রার্থিতা দলের ভেতরে আদর্শগত বিভাজনও সৃষ্টি করেছিল।
তিনি স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন।