চীনে ৪০০ কোটি ডলারে অংশীদারত্ব বিক্রি স্টারবাকসের

বণিক বার্তা প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০২

স্টারবাকসের চীনা কার্যক্রমের অংশীদারত্ব কিনছে বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটাল। এ চুক্তির মূল্য ৪০০ কোটি ডলার। সাম্প্রতিক বছরে কোনো বৈশ্বিক ভোক্তা পণ্য কোম্পানির চীন শাখা বিক্রির অন্যতম বড় উদাহরণ এটি। বয়ু ক্যাপিটাল চীনে স্টারবাকসের খুচরা কার্যক্রমে সর্বোচ্চ ৬০ শতাংশ অংশীদারত্ব নেবে। স্টারবাকস ৪০ শতাংশ অংশীদারত্ব ধরে রাখার পাশাপাশি নতুন যৌথ কোম্পানিকে ব্র্যান্ড ও মেধাস্বত্ব ব্যবহারের অনুমতি দেবে। এ চুক্তির পর চীনে স্টারবাকসের খুচরা ব্যবসার মোট মূল্য দাঁড়াবে ১ হাজার ৩০০ কোটি ডলারের বেশি। এতে বয়ু ক্যাপিটালের কাছে বিক্রি হওয়া নিয়ন্ত্রণমূলক অংশসহ স্টারবাকসের হাতে থাকা অবশিষ্ট অংশীদারত্বের মূল্য অন্তর্ভুক্ত। খবর সিএনএন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও