জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। শাপলা কলি মার্কায় দলটিকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন পেয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি ভিডিও বার্তায় বলেন, জাতীয় নাগরিক পার্টির সারাদেশের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে অত্যন্ত খুশির সঙ্গে আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে, এনসিপি দীর্ঘদিনের চেষ্টার পর আজকে নিবন্ধন পেয়েছে। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শাপলা কলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পেছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।