জোড়া গোলের পর দিয়াসের লাল কার্ড, পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৫
অম্লমধুর অভিজ্ঞতা বুঝি একেই বলে! জোড়া গোল করার পর প্রথমার্ধেই লাল কার্ড দেখলেন লুইস দিয়াস। প্রতিপক্ষে একজন কম থাকায় দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ব্যবধান কমাল পিএসজি। তবে শেষ রক্ষা হলো না তাদের। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বায়ার্ন মিউনিখ।
প্যারিসে মঙ্গলবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির দল। স্বাগতিকদের গোলটি করেছেন জোয়াও নেভেস।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৬ ম্যাচের সবকটি জিতল জার্মানির সফলতম ক্লাবটি।