চট্টগ্রামের দুটি আসনে বিএনপির মনোনয়ন : আসলাম-আব্বাসের অনুসারীদের বিস্ময়

যুগান্তর প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১০টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে মনোনয়নপ্রাপ্ত নেতাদের অনুসারীরা উল্লাস-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ত্যাগী ও জেল-জুলুমের শিকার নেতারা মনোনয়ন না পাওয়ায় তাদের অনুসারীরা অবাক ও বিস্মিত হয়েছেন। কোথাও কোথাও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে লায়ন আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আলী আব্বাসের নাম বাদ পড়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার এ সিদ্ধান্ত মেনে নিতেও পারছেন না। আব্বাসের অনুসারীরা শান্ত থাকলেও আসলামের অনুসারীরা রাতেই রাজপথে নামেন। মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। দলের দুঃসময়ে মাঠে ছিলেন না-এমন দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।


আবার কোনো কোনো আসনে ত্যাগীরা মূল্যায়িত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। এদিকে যে ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব আসনের মনোনয়নপ্রত্যাশীরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। চট্টগ্রামের তিন হেভিওয়েট নেতার তিন ছেলে মনোনয়ন পেলেও একজনের ছেলে বাদ পড়েছেন। যেসব আসনে ত্যাগীরা বাদ পড়েছেন, তাদের ধারণা-কারও দ্বারা হাইকমান্ড কোনো না কোনোভাবে ভুল পথে পরিচালিত হয়েছে। তবে তাদের বিশ্বাস-বাদ পড়া ত্যাগীদের মনোনয়ন পুনর্বিবেচনা করবে দল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন আসলাম চৌধুরী ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের অকুতোভয় সৈনিক ছিলেন। তৎকালীন প্রশাসনের প্রধান টার্গেটও ছিলেন তিনি। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে ১৬ বছরে তিনি ৭৪টি মামলার আসামি হয়েছেন। একটানা ৯ বছর জেল খেটেছেন। ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তি পান। নেতাকর্মীদের ধারণা ছিল আসলাম চৌধুরী মনোনয়ন পাবেন। কিন্তু চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) তার নাম না দেখে অনুসারীর বিস্মিত ও হতভম্ব হয়েছেন। তারা রাস্তায় নেমে আসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তবে মধ্যরাতে আসলাম চৌধুরীর নির্দেশে সড়ক থেকে তারা চলে যান। মঙ্গলবার বিকালে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সমাবেশ করেন। সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর জানান, আসলাম চৌধুরীর মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। নয়তো তারা দল থেকে গণপদত্যাগ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও