You have reached your daily news limit

Please log in to continue


ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকলে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে দাম আগের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো অবস্থায় নেই বরং এখনো বাজার নিম্নমুখী। 

দিনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম দাঁড়ায় আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলার, যা সেশনের শুরুতে ০.৯ শতাংশ কমেছিল। অপরদিকে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তখন তা স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন।

গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন