বয়কটের হুমকির জবাবে অবনমনের নিয়ম দিলো বিসিবি

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ১৩:২০

ঢাকার একাধিক ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চলমান টানাপোড়েন সোমবার নতুন মাত্রা পেয়েছে। ক্লাবগুলো বিসিবিকে দেওয়া এক চিঠিতে সব ধরনের লিগ বয়কটের হুমকি দিয়েছে, আর জবাবে বিসিবি জানিয়ে দিয়েছে যে দল খেলায় অংশ নেবে না, তাদের অবনমন ঘটবে।


রাজধানীতে সোমবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকের পর চারটি বিভাগ মিলিয়ে মোট ৪৩টি ক্লাব যৌথভাবে বিসিবিতে একটি চিঠি পাঠায়। সাম্প্রতিক বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্লাবগুলো জানায়, বর্তমান প্রশাসনের অধীনে আয়োজিত কোনো লিগেই তারা অংশ নেবে না।


চিঠিতে স্বাক্ষর করেছে প্রিমিয়ার লিগের ৮টি, প্রথম বিভাগের ৮টি, দ্বিতীয় বিভাগের ১২টি এবং তৃতীয় বিভাগের ১৫টি ক্লাব। চিঠিটি পাঠানো হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছে।


অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)-এর অধীনে থাকা সব লিগে নতুন ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, 'যে দল সম্পূর্ণ বা আংশিকভাবে লিগে অংশ নিতে ব্যর্থ হবে, কিংবা প্রতিযোগিতা শুরুর পর সরে দাঁড়াবে, সেই দল তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং তাদের অবনমন ঘটবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও