কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে যে ভুলগুলো এড়ানো জরুরি
চশমা ছেড়ে অনেকেই নিয়মিত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন। কিন্তু সামান্য অসাবধানতাই চোখের মারাত্মক সংক্রমণ, অস্বস্তি বা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই লেন্স ব্যবহারের সঠিক নিয়ম জানা যেমন জরুরি, তেমনি কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, জেনে নিই।
হাত ভালোভাবে ধুয়ে নিন
কন্ট্যাক্ট লেন্স পরা বা খোলার আগে হাত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। অপরিষ্কার হাতে থাকা ব্যাকটেরিয়া চোখে সংক্রমণ ঘটাতে পারে। তাই লেন্স ব্যবহারের আগে ভালোভাবে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে-মুছে নিন।
লেন্স সব সময় জীবাণুমুক্ত রাখুন
লেন্স পরিষ্কারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কন্টাক্ট লেন্স সলিউশন ব্যবহার করুন। কখনো ট্যাপের জল, লালা বা ঘরে তৈরি কোনো তরল ব্যবহার করবেন না। লেন্স পরিষ্কার করতে ‘রাব অ্যান্ড রিন্স’ পদ্ধতি অনুসরণ করুন। অর্থাৎ সলিউশন দিয়ে আলতো করে ঘষে তারপর ভালোভাবে ধুয়ে নিন। এমনকি নো-রাব সলিউশন ব্যবহার করলেও হালকা করে ঘষে নেওয়া ভালো। লেন্স কেসের সলিউশন প্রতিদিন বদলান এবং পুরোনো সলিউশনের সঙ্গে নতুন সলিউশন মেশাবেন না।
লেন্সের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন
চক্ষু বিশেষজ্ঞ যে সময়সীমা নির্ধারণ করেছেন। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক তা মেনে চলুন। রাতভর লেন্স পরে ঘুমাবেন না, যদি না সেটি বিশেষভাবে তৈরি হয়।
লেন্স কেস নিয়মিত পরিষ্কার করুন
লেন্স কেসে ব্যাকটেরিয়া ও ছত্রাক জমতে পারে।
- ট্যাগ:
 - লাইফ
 - কন্টাক্ট লেন্স