এতটা সাড়া পাব, ভাবিনি
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০০
                        
                    
                টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। গত মাসে মুক্তি পাওয়া ওয়েব সিনেমা ‘লিটল মিস ক্যাওস’-এ কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। গতকাল তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
প্রথম আলো: ‘লিটল মিস ক্যাওস’-এ আপনার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে...
সাদনিমা বিনতে নোমান: এটা আমার প্রথম ওয়েব সিনেমা। কাজটার জন্য এতটা সাড়া পাব, ভাবিনি। খুবই ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটি নিয়ে দর্শকেরা কথা বলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে কাজটা নিয়ে পোস্ট করছেন, রিলস বানাচ্ছেন। আমার চরিত্রটি (ইরা) নিয়েও অনেকে লেখালেখি করছেন। বিষয়টি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।