মামদানি নিউ ইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সামনের সারিতে থাকা বামপন্থি জোহরান মামদানি নির্বাচিত হলে শহরটিতে ফেডারেল তহবিল পাঠাতে অনীহা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
টিভি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার পক্ষে নিউ ইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে। কারণ, যদি সেখানে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে সেখানে পাঠানো অর্থ পুরোপুরি অপচয় ছাড়া কিছুই নয়।”
নিউ ইয়র্কে ভোটের আগের দিন সোমবার টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসন বারবারই ডেমোক্র্যাট-শাসিত অঞ্চলের প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান ও তহবিল কমানোর চেষ্টা করে এসেছে।
নিউ ইয়র্কে মঙ্গলবারের ভোটের আগে জনমত জরিপে দেখা গেছে, শহরটির সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন মামদানি।
মামদানি জিতলে তহবিলের বিষয়টি নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। চলতি অর্থবছরে নিউ ইয়র্ক সিটি ৭৪০ কোটি ডলার ফেডারেল তহবিল পেয়েছে।