রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশান-বনানী-বারিধারা। পাশেই ঢাকা সেনানিবাস, মহাখালী ও ভাসানটেক। এসব এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা-১৭। মর্যাদাপূর্ণ এ আসনটি বিএনপি ছেড়ে দিতে পারে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপির বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশীও মাঠে। জামায়াতের এসএম খালিদুজ্জামান বেশ আলোচনায়। তাদের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
দেশের ধনী শ্রেণির বড় অংশের বসবাস এই নির্বাচনি এলাকায়। বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন বা দূতাবাস আছে গুলশান-বারিধারায়। এ আসনে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে সব সময় চলে ভিন্ন আলোচনা। জামায়াত ছাড়া কোনো দলই এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি আসনটিতে। বিএনপির বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী পোস্টার সাঁটিয়ে প্রচারণা চালাচ্ছেন। ছোট কয়েকটি দলও আছে প্রচারণায়। তবে রাজনীতির পরিচিত মুখ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আলো কাড়ছেন বেশি।