ইসরায়েল গত বছর হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। ২০২০ সালে ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহকে অভিনব কায়দায় খুন করেছে। এ বছর ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের অধিকাংশ কর্মকর্তাকে এক রাতে হত্যা করেছে। এসব ঘটনায় একটি নাম বারবার সংবাদমাধ্যমে এসেছে। সেটি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে কুখ্যাতি পাওয়া গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে নিজ দেশে তারা হামাসের হামলা আটকাতে পারেনি। বিতর্কিত এই গোয়েন্দা সংস্থাটিকে নিয়ে আজকের আয়োজন।
আর্জেন্টিনার একজন ধনী ব্যবসায়ী হঠাৎ সিরিয়ায় ব্যবসা করতে আগ্রহী হয়ে ওঠেন। নিজেকে তিনি সিরীয় বংশোদ্ভূত একজন লেবানিজ ব্যবসায়ী বলে পরিচয় দেন। বলেন, ফিরতে চান নিজের দেশে, শিকড়ের কাছে।
নাম তাঁর কামেল আমিন সাবেত। তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বাস করা ধনী সিরীয়দের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, ১৯৬২ সালে তাঁদের হাত ধরেই ব্যবসা করতে চলে যান সিরিয়ায়।
নেটফ্লিক্সে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য স্পাই’ সিরিজের গল্প এই কামেল আমিন চরিত্রকে ঘিরে। কামেল কাল্পনিক কোনো চরিত্র নয়, বরং চরম ধূর্ততা দেখিয়ে প্রতিপক্ষের অন্দরমহলে পৌঁছে যাওয়া মোসাদের এক ছদ্মবেশী এজেন্ট। তাঁর প্রকৃত নাম এলি কোহেন, মোসাদের এজেন্ট হিসেবে সারা বিশ্ব যাঁকে চেনে।