আধুনিক যুগেও ভঙ্গুর বৈশ্বিক ইন্টারনেট সংযোগ
                        
                            বণিক বার্তা
                        
                        
                        
                         প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৭
                        
                    
                আধুনিক প্রযুক্তির যুগেও বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ এখনো বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা, সরকারি নিষেধাজ্ঞা ও দুর্ঘটনাজনিত কেবল ক্ষতির মতো নানা কারণে একের পর এক বিঘ্ন ঘটছে অনলাইন সংযোগে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব অবকাঠামো ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের সদ্য প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ইন্টারনেট ডিসরাপশন প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো এখনো অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খবর টেক রাডার।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুলাই-সেপ্টেম্বর বিশ্বের ১২৫ দেশের ৩৩০টিরও বেশি শহরে ইন্টারনেট বিচ্ছিন্নের নানা ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব বিঘ্নের ঘটনার পেছনে রয়েছে ‘বহুবিধ পরিচিত কারণ’, যার মধ্যে সবচেয়ে ঘন ঘন দেখা যায় সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধের ঘটনা।
- ট্যাগ:
 - প্রযুক্তি
 - ইন্টারনেট সংযোগ