কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার সর্বাধুনিক চিপগুলো শুধু মার্কিন কোম্পানিগুলোর জন্য সংরক্ষিত থাকবে। চীনসহ অন্যান্য দেশের কাছে এগুলো বিক্রি করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
সম্প্রতি সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ প্রচারিত রেকর্ড করা এক সাক্ষাৎকারে এবং পরবর্তী সময়ে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার শীর্ষ প্রযুক্তির ব্ল্যাকওয়েল সিরিজের চিপ কেবল মার্কিন গ্রাহকরাই ব্যবহার করতে পারবে।’