কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডাটা সেন্টারগুলো আগামী দশকে বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে এ ডাটা সেন্টারগুলোর বিদ্যুতের ব্যবহার ১৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক বিদ্যুৎ খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। খবর ইকোনমিক টাইমস।
প্রায় এক দশক ধরে বৈশ্বিক বিদ্যুৎ চাহিদা স্থির ছিল। কিন্তু এআই-ভিত্তিক ডাটা সেন্টারের উদ্ভাবনের পর থেকে এ চিত্র পরিবর্তন হচ্ছে। এ ধরনের ডাটা সেন্টারগুলোয় উন্নত কম্পিউটিং সিস্টেম পরিচালনার জন্য অনেক বৈদ্যুতিক শক্তি খরচ হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনই একমাত্র সমাধান নয়। বরং উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করাও বড় চ্যালেঞ্জ। নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু করতে সময় লাগে, কারণ সংযোগ ও ট্রান্সমিশন ব্যবস্থায় জটিলতা রয়েছে।