শরিয়াহভিত্তিক ব্যাংকিং : বর্তমান চ্যালেঞ্জ ও করণীয়
বাংলাদেশে ইসলামিক বা শরিয়াহভিত্তিক ব্যাংক ব্যবস্থার উত্থান আশাব্যঞ্জক। প্রথাগত সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থার বিকল্প হিসাবে এটি মানুষের আস্থা অর্জন করেছে। তবে এ খাতের বিকাশে এখনো কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে; যেগুলো নিরসন না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।
বর্তমান চ্যালেঞ্জগুলোর মধ্যে মানবসম্পদের ঘাটতি উল্লেখযোগ্য। শরিয়াহভিত্তিক ব্যাংকিং-সম্পর্কিত বিশেষজ্ঞ, শরিয়াহ পরামর্শক এবং ইসলামিক ফিন্যান্সে দক্ষ কর্মী সংখ্যা এখনো অপ্রতুল। শরিয়াহভিত্তিক ব্যাংকিং চালাতে হলে শুধু ব্যাংকিং বিষয়ে ধারণা থাকলেই হয় না, এর পাশাপাশি ইসলামিক শরিয়াহ, বিশেষ করে মুআমালাত (আর্থিক লেনদেন) বিষয়েও গভীর জ্ঞান থাকতে হয়। কিন্তু আমাদের দেশে ইসলামিক ফিন্যান্স নিয়ে উচ্চশিক্ষার সুযোগ সীমিত। বিশেষায়িত প্রশিক্ষণ প্রোগ্রাম খুব কম এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামি ব্যাংকিংয়ের ওপর গবেষণাও সীমিত। ফলে ব্যাংকগুলো প্রায়ই দক্ষ জনবল পেতে হিমশিম খায়। অনেক সময় দেখা যায়, ব্যাংকের ‘শরিয়াহ পরামর্শক’ হিসাবে নিযুক্ত ব্যক্তিরা শুধু ধর্মীয় দিকটা জানেন। অথচ আধুনিক ব্যাংকিং কাঠামো সম্পর্কে ধারণা নেই; ফলে বাস্তবায়নে দ্বিধা তৈরি হয়।