ইয়ামালের গোলে ফেরার রাতে আলো ছড়ালেন রাশফোর্ডও
প্রথম আলো
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪৩
চলতি মৌসুমের বেশির ভাগ সময় মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে বেশি আলোচনায় ছিলেন লামিনে ইয়ামাল। গতকাল রাতের আগে লা লিগায় খেলা শেষ তিন ম্যাচে গোলও ছিল না তাঁর। এল ক্লাসিকোতেও ছিলেন নিষ্প্রভ। সব মিলিয়ে বেশ চাপের মুখেই ছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ।
তবে সেই চাপ এবার কিছুটা হলেও কমিয়েছেন ইয়ামাল। গতকাল রাতে লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা, নবম মিনিটে দলের প্রথম গোলটি করেছেন ইয়ামালই। বার্সেলোনার অন্য দুটি গোল এসেছে ফেরান তোরেস (১১ মিনিট) ও মার্কাস রাশফোর্ডের (৬১ মিনিট) কাছ থেকে।